
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে সরকার ঘোষিত রাষ্ট্রীয় ব্লাক আউট কর্মসূচী পালিত হয়নি।
তবে জেলা প্রশাসন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর পাল্টা পাল্টি বক্তব্য প্রদান করায় স্বাধীনতার পক্ষের লোকজনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গতকাল শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টা হতে ৯টা এক মিনিট সরকার ঘোষিত সারাদেশে ব্লাক আউট কর্মসূচী পালিত হওয়ার নির্দেশনা থাকলেও কর্মসূচীটি পালিত হয়নি লালমনিরহাটে।
তবে লালমনিরহাটের কয়েকটি স্থানে ও আদিতমারী উপজেলা সহ কয়েকটি উপজেলায় খন্ড খন্ড ভাবে এ কর্মসূচীটি পালিত হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক বীর মুক্তিযোদ্ধা বলেন, সরকার ঘোষিত সারাদেশে শুক্রবার রাত ৯টা হতে ৯টা এক মিনিট ব্লাক আউট কর্মসূচী পালিত হওয়ার নির্দেশনা থাকলেও কর্মসূচীটি কোন কারন ছাড়াই লালমনিরহাটে পালিত না হওয়ায় আমরা মুক্তিযোদ্ধারা মর্মাহত। দেশে আজও স্বাধীনতা বিরোধী শক্তি যে স্বোচ্চার রয়েছে এটি একটি তার জলন্ত উদাহরণ।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার বলেন রাত ৯টা হতে ৯টা এক মিনিট ব্লাক আউট কর্মসূচী পালিত হওয়ার কথা থাকলেও তা পালিত হয়নি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, রামপুরা ঢাকা হতে একটি মৌখিক নির্দেশনায় ব্লাক আউট কর্মসূচী পালন না করার।
তবে এ বিষয়ে জেলা প্রশাসনের নেজারত শাখার ডেপুটি কালেক্টর ফরিদ আল সোহান বলেন, রাত ৯টা হতে ৯টা এক মিনিট পর্যন্ত ব্লাক আউট কর্মসূচী কিছু কিছু জায়গায় পালিত হয়েছে।
এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার ব্লাক আউট কর্মসূচী পালিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা রাত ৯টা হতে ৯টা এক মিনিট পর্যন্ত ব্লাক আউট কর্মসূচী পালন করেছি।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ আবু জাফর বলেন, ব্লাক আউট কর্মসুচী পালন না করার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসে একটি পত্র এসেছে শুনেছি। এ কারনে লালমনিরহাটে ব্লাক আউট কর্মসূচী পালিত হয়নি।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.