
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ডোবার পানিতে ডুবে নাবিল নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে ওই পরিবারসহ এলাকা জুড়ে নেমে আসে শোকের মাতম।
গতকাল রোববার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের আকিজ বিড়ি ফ্যক্টরী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
শিশু নাবিল ওই এলাকার বাসিন্দা আলমের ছেলে।
প্রতিবেশী জাকির হোসেন বলেন, শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত আর বাবা কাজের জন্য বাইরে ছিল। শিশুটি একাই বাড়ির উঠানে খেলা করছিলো। এক সময় শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে তার মা খোজাখুজি করে৷ পরে বাড়ির পিছনে ডোবার পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করে। চিৎকার শুনে আমি ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল আকসা বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.