শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৫০ বোতল ফেনসিডিল সহ যুবক আটক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৫:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাটের হাতীবান্ধায় মাইক্রোবাসে করে বহনকালে   ৫০ বোতল ফেনসিডিল সহ লিটু হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে  হাইওয়ে থানা পুলিশ।

আজ সকালে উপজেলার সানিয়াজান বাজারের মোকাদ্দেসনগর এলাকায় মাইক্রোবাস তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়। এ সময় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়।

আটককৃত লিটু হোসেন উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকির পাড়া গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সানিয়াজান বাজারের মোকাদ্দেস নগর এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাস তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিলসহ চালককে আটক করেন। মাইক্রোবাসটি বড়খাতা থেকে তিস্তা ব্যারাজ হয়ে রংপুরের দিকে যাচ্ছিল।

এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, মাইক্রোবাস তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিলসহ মাইক্রো চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে দুপুরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

৫০ বোতল ফেনসিডিল সহ যুবক আটক

প্রকাশের সময়: ০৫:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাটের হাতীবান্ধায় মাইক্রোবাসে করে বহনকালে   ৫০ বোতল ফেনসিডিল সহ লিটু হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে  হাইওয়ে থানা পুলিশ।

আজ সকালে উপজেলার সানিয়াজান বাজারের মোকাদ্দেসনগর এলাকায় মাইক্রোবাস তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়। এ সময় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়।

আটককৃত লিটু হোসেন উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকির পাড়া গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সানিয়াজান বাজারের মোকাদ্দেস নগর এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাস তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিলসহ চালককে আটক করেন। মাইক্রোবাসটি বড়খাতা থেকে তিস্তা ব্যারাজ হয়ে রংপুরের দিকে যাচ্ছিল।

এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, মাইক্রোবাস তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিলসহ মাইক্রো চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে দুপুরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।