বিশেষ প্রতিনিধি: ধান কাটার মজুরির পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ১৩ বছরের কোমলমতি শিশু মাহিদ মিয়া।
আহত শিশুটি গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ইশপপুর জগতবার গ্রামের মোঃ রিজু মিয়ার ছেলে মাহিদ (১৩)।
নাহিদের বাবা মা জীবিকার তাগিদে ঢাকায় গার্মেন্টস এ চাকরি করেন। অভাবের সংসারে টানাটানির কারনে গত চার বছর আগে শিশু মাহিদ কে রেখে যান একই গ্রামের নানার বাড়িতে।
ধান কাটার লেবার সংকট থাকার অজুহাতে মাহিদ কে ধান কাটার কাজে লেবার হিসাবে নেন একই গ্রামের গৃহস্থ বাবু মিয়া। ধান কাটা শেষ হলে অন্যান্ন লেবার দের সাথে শিশু মাহিদ তার মজুরির পাওনা টাকা চাইতে গেলে গৃহস্থ বাবু মিয়া টাকা না দিয়ে উল্টো বেধরক মারপিট করে মাহিদ কে। জমিতে উপস্থিত অন্যান্ন লেবার এবং স্থানীয় লোকজন এসে মাহিদ কে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।
হাসাপাতালের কর্তব্যরত ডাক্তার জানান শিশু মাহিদের শরিরের বিভিন্ন স্থানে যে সকল ক্ষত হয়েছে তাতে করে আর কিছু সময় তাকে মারধর করলে বড় কোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।
এ বিষয়ে সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনার কথা শুনেছি তবে এখনও কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.