
বিশেষ প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাফিয়া নামের সাত বছরের এক শিশু কন্যাকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে সৎ মা ইশা বেগমকে আটক করেছে পুলিশ। আজ রাত সাড়ে সাতটার সময় গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
মৃত শিশুর পরিবারের লোজনের জানায়, বিকেলে বাড়ীর পাশের একটি পুকুরে শিশু রাফিয়াকে ডেকে নিয়ে দুই পায়ের মাঝখানে রেখে পানিতে চুবিয়ে হত্যা করে তার সৎ মা। অনেক খোজাখুজির পর সন্ধে সাতটার দিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে এবং সৎ মা ইশা বেগমকে আটক করেছে। পুলিশ জানায়, তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ময়নাতদন্ত রির্পোটের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.