
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত গ্যাস কূপের লিকেজ থেকে উদগিরিত হওয়া গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে তিতাস নদীর বিভিন্ন পয়েন্ট থেকে উদগিরিত স্থানে বসানো ২১ টি গ্যাস সংযোগ ড্রাম জব্দ করার পাশাপাশি ৬ হাজার মিটার অনিরাপদ প্লাস্টিক পাইপ জব্দ করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিঃ এর জি.এম (অপারেশন) আশরাফুল আলমসহ প্রশাসন ও গ্যাস ফিল্ডসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ জানান, বাংলাদেশ গ্যাস ফিল্ডসের পরিত্যক্ত ৩ নং কূপের লিকেজ থেকে বিভিন্ন স্থান দিয়ে গ্যাস লিকেজ হচ্ছে। একটি অবৈধ চক্র এই গ্যাস অনিরাপদভাবে সংরক্ষণ করে বিভিন্ন বাসা-বাড়ি ও কারখানায় সরবরাহ করছিল। খবর পেয়ে উদগিরিত গ্যাসের মূল পয়েন্ট কেটে দেয়া হয়েছে। যার এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, গ্যাসের উদগিরণ বন্ধে ব্যর্থ হয়ে ২০০৮ সালে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিঃ তাদের ৩ নং কূটি বন্ধ করে দেয়। সে সময় থেকে এখনো পর্যন্ত নদীর পাড়, বাসাবাড়ির নলকূপসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে গ্যাসের উদগিরণ হচ্ছে। যা মজলিশপুর ইউনিয়নের ৪/৫ গ্রামে ব্যবহার হয়ে থাকে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.