আজ ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৩ ইং

শিগগিরই বাপ্পিকে প্রকাশ্যে বিয়ে করব: অপু

জনপ্রিয় বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাসকে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রেমের গুঞ্জন চরমে। বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই অপু বিশ্বাস জানান, আমাদের বিয়ে হচ্ছে। শিগগিরই বাপ্পিকে প্রকাশ্যে বিয়ে করছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আপনারা বিয়ে দেখতে যাবেন। আমাদের বিয়েটা দেখতে হলে আসতে হবে সিনেমা হলে।

নায়িকার কথার সুর ধরে নায়ক বাপ্পি জানান, আগামী মাসেই আমরা বিয়ে করছি। আর আমাদের এই বিয়ে দেখতে সিনেমা হলে যেতে হবে। কেননা সামনের মাসেই আমাদের নতুন ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ মুক্তি পাবে। এই ছবিতেই দেখা যাবে আমাদের বিয়ে।

জানা গেছে, রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজি মার্কেটে শুক্রবার আমারা ফ্যাশন হাউজের শো-রুম উদ্বোধন করতে গিয়েছিলেন বাপ্পি-অপু। সেখানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্রের এই দুই তারকা। উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে মজা করে বিয়ের গুঞ্জন নিয়ে এসব কথা বলেন বাপ্পি-অপু।

বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি নিয়ে বাপ্পি-অপুর ভক্তদের মনেও বেশ আগ্রহ শুরু থেকেই। নতুন জুটির পর্দায় রসায়ন নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...