
বিশেষ প্রতিনিধি: উত্তরাঞ্চলের মানুষ বেঁচে থাকার আশা জাগানো মানুষের জীবনযাত্রা নিয়ে তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

সোমবার বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ।
কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র-জিইউকে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করে।

আলোকচিত্রী সৈকত মজুমদারের আলোকচিত্র নিয়ে আয়োজিত এই চিত্র প্রদর্শনীতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক চৌধুরী ময়াজ্জম আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন,গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান এবং সম্মানীয় অতিথি ছিলেন শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক মাজহার-উল মান্নান ও জিইউকে রেডিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিইউকের নির্বাহী প্রধান এম আবদুস সালাম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর ডেপুটি ডিরেক্টর মেরী রশিদ।
এই প্রদর্শনী আগামি ৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং আলোক চিত্র সকলের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান আয়োজক বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.