
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সদর উপজেলায় সুপারি চুরির অভিযোগে আটক হওয়া হোসেন মিয়া নামের এক প্রতিবন্ধী কিশোরকে পুলিশে সোপর্দ না করে মারধরের পর ছেড়ে দেওয়া হয়েছে।
আটকের পর স্থানীয় কয়েকজন যুবক হোসেনকে খোলাহাটি ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে সেখানে ভবনের গ্রিলের লোহার রড়ের সঙ্গে হোসেনের দুই হাত রশি দিয়ে বেঁধে রাখা হয়। এসময় স্থানীয়দের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে তাকে মারধোরও করতে দেখা গেছে।
রবিবার (৮ ডিসেম্বর) সন্ধার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। প্রায় ২ ঘণ্টা ধরে আটক রাখার পর হোসেনকে পুলিশে না দিয়ে 'ভালো হওয়ার শর্তে' বাবা আনছার আলীর কাছে তাকে তুলে দেন ইউপি সদস্য আহসান হাবীব। ভুক্তভোগী কিশোর হোসেন মিয়া (১৫) খোলাহাটি ইউনিয়নের রথবাজার মাঝিপাড়া গ্রামের মো. আনছার আলীর ছেলে।
স্থানীয়দের অভিযোগ, হোসেনের চুরির ঘটনায় অতিষ্ঠ তারা। প্রায়ই হোসেন মানুষের বাড়ির বিভিন্ন জিনিসপত্র চুরি করে। রবিবার সন্ধ্যায় একটি বাড়ির গাছে উঠে হোসেন। স্থানীয়রা টের পেলে দ্রুত গাছ থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে আটকের পর ইউনিয়ন পরিষদে নিয়ে যায় কয়েকজন যুবক। সেখানে ভবনের গ্রিলের লোহার রড়ের সঙ্গে হোসেনের দুই হাত রশি দিয়ে বেঁধে রাখা হয়। কিন্তু কোন বিচার কিংবা পুলিশের কাছে সোপর্দ না করে রাতেই পরিবারের লোকজন ডেকে তাদের হাতে হোসেনকে তুলে দেন মেম্বার আহসান হাবীব।
ঘটনার সময় স্থানীয়দের মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, হোসেনের দুই হাত মোটা রশি দিয়ে লোহার রড়ের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ঘটনা দেখতে সেখানে ভিড় করেন নারী-পুরষরা। এসময় বেঁধে রাখা অবস্থায় গ্রিলের ফাঁক দিয়ে এক যুবকককে হোসেনের মাথা ও মুখ দুই হাত দিয়ে চেপে ধরাসহ গালে চড় দিতে দেখা যায়। এসময় হোসেন হাতের রশি খোলার চেষ্টাসহ চিৎকার করতে শোনা যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে খোলাহাটি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আহসান হাবী মুঠফোনে বলেন, হোসেন শারীরিক প্রতিবন্ধী হলেও তার চুরির কারণে অতিষ্ঠ এলাকাবাসী। মুলত তাকে শাসন করার জন্য পরিষদে নিয়ে এসে হাত বেঁধে রাখা হয়েছিলো। তবে তাকে মারধর করা হয়নি। পরিবারের অনুরোধে তাকে পুলিশে দেয়নি। ভালো করার শর্ত দিলে হোসনকে তার বাবার হাতে তুলে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে চুরির অভিযোগে পরিষদ ভবনে প্রতিবন্ধী কিশোর হোসেনকে বেঁধে রাখার ঘটনাটি জানা নেই খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুম হক্কানির। তিনি মুঠফোনে বলেন, হোসেনকে আটক কিংবা পরিষদে নিয়ে আসার ঘটনাটি কেউ তাকে জানায়নি। ঘটনাটি ওই ওয়ার্ডের মেম্বারের জানা থাকতে পারে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.