
তথ্যানুসন্ধানে জানাযায়, আজ শনিবার বিকেলে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদের নির্দেশে এস হাসিব সদরের চৌমাথা মোড়ের জিরো পয়েন্টের একটি বেকারীর দোকানে অভিযান পরিচালনা করে।
এ সময় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী খট্টু লিটন ও উপজেলা আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক নিরদ বরণ চৌধুরী ঠাকুরের ছেলে সাগর চৌধুরীকে হাতে নাতে গ্রেফতার করে।
এদিকে সাগর চৌধুরী গ্রেফতারের পড় তাকে ছেড়ে দেওয়ার জন্য থানায় বিভিন্ন তদবির শুরু হয়।নাম প্রকাশের অনিচ্ছুক একজন ব্যাক্তি জানান সাগর চৌধুরীকে নিয়মিত মামলা না দিতে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার পর্যন্ত তদবির করা হয়েছে।
থানার এসআই হাসিব জানান ফেন্সিডিলসহ তাকে জনসম্মুখে গ্রেফতার করা হয়েছে।তবে কি পরিমান ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে তা তিনি বলেন নি।
এবিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ মাদুদার রহমান মাসুদ জানান মাদক সেবনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।ভ্রাম্যমান আদালতে তাকে উপস্থাপন করা হবে।
সচেতন মহল মনে করেন ভ্রাম্যমান আদালতে তাদের উপস্থাপন করা হলে বিচার কার্য বাধা গ্রস্থ হবে।যৎ সামান্য সাজা নিয়ে আইন ফাকফোকর দিয়ে বেড়িয়ে আনার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র।
উল্লেখ্য খট্টু ওরফে লিটনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। খট্টু ওরফে লিটন উপজেলা সদরের জামালপুর গ্রামের মৃত্যু আবু হোসেনের ছেলে।