
বিশেষ প্রতিনিধি: বন্যার বিপদ কালীন সময়ে বন্যাদূর্গত এলাকার মানুষের জীবন রক্ষা, মালামালসহ নিরাপদ স্থানে আশ্রয় নেয়া ও সার্বিক দুর্যোগের ক্ষতি কমিয়ে আনার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের পশ্চিম চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি অন্তর্ভুক্তিমূলক বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ।
ম্যাক কাগির্ল এ ফাউন্ডেশনের (এমএসিপি) আর্থিক সহায়তায় ও স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা এসকেএস ফাউন্ডেশনের প্রদৃপ্ত প্রকল্পের মাধ্যমে এ আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়।
প্রকল্প ব্যবস্থাপক ফারুক হোসেন জানান, বন্যা আশ্রয়কেন্দ্রটিতে বন্যা কালিন সময়ে প্রায় ৫০০ পরিবার আশ্রয় নিতে পারবে। আশ্রয়কেন্দ্রে গবাদিপ্রাণির জন্য আলাদা শেড নির্মাণ করা হয়েছে। আশ্রিতদের জন্য জরুরী চিকিৎসা কেন্দ্র, শিশু বান্ধব কেন্দ্রসহ নারী-পুরুষের জন্য আলাদা আলাদা ওয়াশ ব্লকের নির্মাণ করা হয়েছে। এছাড়া জেলার বন্যার পানির উচ্চতার রেকর্ড বিবেচনা করে আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মাহমুদ হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজউদ্দিন সরকার, কেয়ার বাংলাদেশের হিউম্যানিটারিয়ান এন্ড ক্লাইমেট একশন প্রেগামের উপপরিচালক মৃতুঞ্জয় দাশ উপস্থিত ছিলেন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে এসকেএস ফাউন্ডেশনের উপ-পরিচালক খন্দকার জাহিদ সরোয়ার সোহেল, প্রদৃপ্ত প্রকল্পের কর্মসূচি ব্যবস্থাপক এসএম জগলুল রাজিব ও প্রকল্পের টেকনিক্যাল কোর্ডিনেটর বায়েজীদ বোস্তামী এবং প্রকল্প ব্যবস্থাপক ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.