
বিশেষ প্রতিনিধি :গাইবান্ধা জেলা তথ্য অফিস এর আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে অক্টোবর-ডিসেম্বর ২০২৪ কোয়াটারে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ)'র আওতায় গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কিয়ামত মালিবাড়ী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩১ ডিসেম্বর মঙ্গলবার এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর, ফুলছড়ি উপজেলা মেডিক্যাল অফিসার ডাঃ শুভ্র কর্মকার, গাইবান্ধা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মিলন মিয়া,
আরো বক্তব্য রাখেন কিয়ামত মালিবাড়ী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শান্তনা সাহা, মালিবাড়ী ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য আব্দুল রউফসহ অন্যান্যরা। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মাসুদুর রহমান (মাসুদ)।
এ সভায় ডেঙ্গু প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারী অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন,নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী, শিশুর সচেতনতা, জেন্ডার সমতা,নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ, ইভটিজিং ও পরিস্কার পরিচ্চন্ন ইত্যাদি বিষয়ে নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও এদিন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ীতে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.