
বিশেষ প্রতিনিধি: ভুয়া অফিস খুলে সৌদি আরব সহ মধ্য প্রাচ্যের বিভন্ন দে শে লোকের কর্মসংস্থানের মাধ্যেমে পাঠানোর জন্য বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়ে বিদেশে লোক না পাঠানোর অভিযোগে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
দায়ের কৃত অভিযোগ থেকে জানা যায়, গাইবান্ধা সদরের বাদিয়াখালী ইউনিয়নের কিশামত গোপালপুর গ্রামের আতাউর রহমানের ছেলে মোঃ রায়হান কবির নামে এক প্রতারক ঢাকা বারিধারা জে ফ্লোরে পিথিলা নামে একটি এজেন্সি অফিস খুলে বিদেশে লোক পাঠানো হয় বলে প্রচার করে আসছিল।
এবং এভাবেই সৌদি আরবে পাঠানোর কথা বলে ভুক্তভোগী, ঢাকা জেলার কামরাঙ্গীচর উপজেলার হোসেন আহমেদ চৌধুরী(৫৩), নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পানখারচর গ্রামের মুন্সি রবিউল আলম (৪৮), চাঁদপুর জেলার মতলব উপজেলার পশ্চিম লালপুর গ্রামের মোঃ সুমন মিয়া(৩৫) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের মোঃ মামুনুর রশিদের(৩৯) কাছে ব্যাংকের মাধ্যমে ২ লাখ ৮০ হাজার টাকা গ্রহন করে, দির্ঘদিন অতিবাহিত হলে তার সাথে বিভিন্ন সময় যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায় নি।
পরবর্তীতে ভুক্তভোগীরা ঢাকাস্থ অফিসে গিয়ে খোজ নিয়ে জানতে পারে প্রতারক মোঃ রায়হান কবির অফিস ছেড়ে দিয়ে পালিয়েছে। পরে প্রতারক রায়হান কবিরের কাছে ফোন করে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে সে নানা রকম তালবাহানা করতে থাকে।
পরে কোন উপায় না অন্তর না পেয়ে ভুক্তভোগীরা প্রতারক রায়হান কবীরের বাড়িতে আসলে তাদের টাকা ফেরত না দিয়ে বরং নানা রকম হুমকি ধামকি দিয়ে বের করে দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা শাহীনুর ইসলাম তালুকদার গনউত্তরন কে জানান, অভিযোগ পেয়েছি । ঘটনাটি সুষ্ঠ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
এ বিষয়ে অভিযুক্ত রায়হান কবীরের সাথে একাধিকবার তার মুঠো ফোনে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেন নি ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.