বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগে নওশা মেম্বারের বিরুদ্ধে তোলপাড়, এলাকায় চাঞ্চল্য

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:৫৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

পলাশবাড়ী প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) নওশার বিরুদ্ধে ভিজিএফ কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি গোপালপুর-পেপুলিজোর গ্রামের মৃত ব্যক্তি সহ একাধিক সুবিধাভোগীর নামে বরাদ্দকৃত ১০ কেজি করে চাল আত্মসাৎ করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, বরাদ্দকৃত চাল দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ না করে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। এমনকি মৃত ব্যক্তিদের নামেও চাল তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য নওসা মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এলাকার ভোটারদের আইডি কার্ড সংগ্রহ করেছেন আমার ভাতিজা হামিদুল।” তবে কিভাবে সেই আইডি কার্ড ব্যবহার করে চাল আত্মসাতের ঘটনা ঘটল, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ইউপি সদস্য নওসার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো বক্তব্য দেননি। তার এই নীরবতা পরিস্থিতিকে আরও সন্দেহজনক করে তুলেছে বলে মনে করছেন এলাকাবাসী।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নওসা মেম্বারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “অভিযোগের সত্যতা যাচাই করা হবে এবং প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউ অনিয়ম করে পার পাবে না।”

পলাশবাড়ী উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “এটি গুরুতর অভিযোগ। বিষয়টি তদন্তাধীন রয়েছে, সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নওসা মেম্বারের বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ রয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত দোষীদের শাস্তির আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এই অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এমন দুর্নীতি বন্ধ হবে বলে মনে করছেন সচেতন মহল।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগে নওশা মেম্বারের বিরুদ্ধে তোলপাড়, এলাকায় চাঞ্চল্য

প্রকাশের সময়: ১১:৫৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

পলাশবাড়ী প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) নওশার বিরুদ্ধে ভিজিএফ কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি গোপালপুর-পেপুলিজোর গ্রামের মৃত ব্যক্তি সহ একাধিক সুবিধাভোগীর নামে বরাদ্দকৃত ১০ কেজি করে চাল আত্মসাৎ করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, বরাদ্দকৃত চাল দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ না করে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। এমনকি মৃত ব্যক্তিদের নামেও চাল তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য নওসা মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এলাকার ভোটারদের আইডি কার্ড সংগ্রহ করেছেন আমার ভাতিজা হামিদুল।” তবে কিভাবে সেই আইডি কার্ড ব্যবহার করে চাল আত্মসাতের ঘটনা ঘটল, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ইউপি সদস্য নওসার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো বক্তব্য দেননি। তার এই নীরবতা পরিস্থিতিকে আরও সন্দেহজনক করে তুলেছে বলে মনে করছেন এলাকাবাসী।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নওসা মেম্বারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “অভিযোগের সত্যতা যাচাই করা হবে এবং প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউ অনিয়ম করে পার পাবে না।”

পলাশবাড়ী উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “এটি গুরুতর অভিযোগ। বিষয়টি তদন্তাধীন রয়েছে, সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নওসা মেম্বারের বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ রয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত দোষীদের শাস্তির আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এই অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এমন দুর্নীতি বন্ধ হবে বলে মনে করছেন সচেতন মহল।