
বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ঈদ উপহারর হিসাবে ১০ কেজি করে চাল বিতরণ করার কথা থাকলেও তা বিতরণ করছে ৮ কেজি করে। সেই সাথে তড়িঘরি করে দুপুর ২ টার মধ্যেই বিতরণ শেষ করা হয়।
সরেজমিনে দেখা যায়, অনেক ইউনিয়নে ঈদ উপহারের ভিজিএফ চালের ১০ কেজির স্লিপ ভাগবাটোয়ারা হওয়ায় সেগুলো আবার ফরিয়াদের কাছে বিক্রি করছে যার ফলে সবকটি ইউনিয়ন এখন ফরিয়াদের দখলে। এসব ইউনিয়নের নীতিনির্ধারকদের সহায়তায় ও প্রশাসনের নিরব ভূমিকায় এসব কার্যক্রম চলছে।এসবের কারনে এখনও ফ্যাসিস্টদের আলামত দৃশ্যমান।
প্রকৃত অর্থে দেখা যায়, প্রকৃত সুবিধাভোগীদের চাল না দিয়ে তা গোপনে বিক্রিও হচ্ছে অনেক স্থানেই ১০ কেজির পরিবর্তে ৮ কেজি বিতরণ করায় বিতরণকারীরা ঘৃণিত হচ্ছে।
এসব বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারী দরকার।
উল্লেখ যে, এসব ফরিয়া ব্যাপারী চালগুলি আবার চাতাল ব্যাবসায়ীদের কাছে বিক্রি করে তারা আবার সরকারি গোডাউনে, খাদ্যগুদাম কর্মকর্তার সাথে আতাত করে আবার গোডাউনে চাল দিবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.