শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মামলার আসামি গ্রেফতারে ডিএমপির নতুন নির্দেশনা

বিশেষ প্রতিনিধি : বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া মামলাগুলোর আসামিদের গ্রেফতার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সংশ্লিষ্ট থানাসমূহ ও অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে পাঠানো অফিস আদেশে বলা হয়েছে, কোনো আসামিকে গ্রেফতারের আগে অবশ্যই নির্ভরযোগ্য প্রমাণ ও উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, এসব মামলায় সাধারণত এজাহারভুক্ত আসামির সংখ্যা বেশি থাকে।

এ কারণে ভিকটিমের বয়ান, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, ভিডিও/অডিও ফুটেজ, স্থির চিত্র বা কললিস্ট বিশ্লেষণ (সিডিআর) — এমন উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যাবে না।

এছাড়াও, এসব মামলায় এজাহারভুক্ত বা তদন্তে প্রাপ্ত যেকোনো আসামিকে গ্রেফতার করতে হলে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি অবশ্যই নিতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাটি কার্যকর করতে ইতোমধ্যে ডিবি, সকল অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং ঢাকা মহানগরীর সব থানার অফিসার ইনচার্জদের কাছে পাঠানো হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ডিএমপির এ ধরনের নির্দেশনা একটি মানবিক ও ন্যায়বিচারভিত্তিক পদক্ষেপ। এতে নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

মামলার আসামি গ্রেফতারে ডিএমপির নতুন নির্দেশনা

প্রকাশের সময়: ০৯:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

বিশেষ প্রতিনিধি : বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া মামলাগুলোর আসামিদের গ্রেফতার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সংশ্লিষ্ট থানাসমূহ ও অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে পাঠানো অফিস আদেশে বলা হয়েছে, কোনো আসামিকে গ্রেফতারের আগে অবশ্যই নির্ভরযোগ্য প্রমাণ ও উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, এসব মামলায় সাধারণত এজাহারভুক্ত আসামির সংখ্যা বেশি থাকে।

এ কারণে ভিকটিমের বয়ান, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, ভিডিও/অডিও ফুটেজ, স্থির চিত্র বা কললিস্ট বিশ্লেষণ (সিডিআর) — এমন উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যাবে না।

এছাড়াও, এসব মামলায় এজাহারভুক্ত বা তদন্তে প্রাপ্ত যেকোনো আসামিকে গ্রেফতার করতে হলে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি অবশ্যই নিতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাটি কার্যকর করতে ইতোমধ্যে ডিবি, সকল অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং ঢাকা মহানগরীর সব থানার অফিসার ইনচার্জদের কাছে পাঠানো হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ডিএমপির এ ধরনের নির্দেশনা একটি মানবিক ও ন্যায়বিচারভিত্তিক পদক্ষেপ। এতে নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়টিও গুরুত্ব পেয়েছে।