
বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপি সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপকে দলীয় পদ থেকে অব্যহতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি ৷
আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুরিন হোসেন সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি সুত্রে অব্যহতির বিষয় টি নিশ্চিত করা হয়েছে৷ বিজ্ঞপ্তিতে লেখা ছিল দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গাইবান্ধা জেলাধীন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ-কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.