বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৩০ পরিবারের  ঈদ উদযাপন 

বিশেষ প্রতিনিধি : আজ সৌদি আরবের সঙ্গে মিল রেখে গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার দুটি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে । দীর্ঘদিন ধরে এই দুই গ্রামের ৩০টি পরিবারের শতাধিক সহি হাদিস সম্প্রদায়ের মুসল্লি একদিন আগেই ঈদ উদযাপন করে আসছেন।

আজ সকাল ৭টায় সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর (ফারাজিপাড়া গ্রামের) পূর্বপাড়া জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় । এতে ইমামতি করেন মাওলানা সাইফুল ইসলাম। এ তথ্য নিশ্চিত করেছেন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু।

অপরদিকে, সকাল ৮টার দিকে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার একটি অস্থায়ী জায়গায় ঈদের নামাজ আদায় করেন উক্ত এলাকার মুসল্লিরা।

নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করছেন। চাঁদ দেখার ভিত্তিতে মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করি, যা কোরআন ও হাদিস সম্মত।

নামাজ শেষে বিশেষ মোনাজাত এবং একে অপরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৩০ পরিবারের  ঈদ উদযাপন 

প্রকাশের সময়: ১২:১৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

বিশেষ প্রতিনিধি : আজ সৌদি আরবের সঙ্গে মিল রেখে গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার দুটি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে । দীর্ঘদিন ধরে এই দুই গ্রামের ৩০টি পরিবারের শতাধিক সহি হাদিস সম্প্রদায়ের মুসল্লি একদিন আগেই ঈদ উদযাপন করে আসছেন।

আজ সকাল ৭টায় সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর (ফারাজিপাড়া গ্রামের) পূর্বপাড়া জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় । এতে ইমামতি করেন মাওলানা সাইফুল ইসলাম। এ তথ্য নিশ্চিত করেছেন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু।

অপরদিকে, সকাল ৮টার দিকে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার একটি অস্থায়ী জায়গায় ঈদের নামাজ আদায় করেন উক্ত এলাকার মুসল্লিরা।

নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করছেন। চাঁদ দেখার ভিত্তিতে মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করি, যা কোরআন ও হাদিস সম্মত।

নামাজ শেষে বিশেষ মোনাজাত এবং একে অপরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা।