
বিশেষ প্রতিনিধি : সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটিএ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন এবং টার্মিনাল ব্যবস্থাপনা কমিটির উদ্দ্যেগে ফিটনেস পরীক্ষা বুথের মাধ্যমে পরিক্ষা করা হয়।

গতকাল থেকে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কার্যক্রমের সুচনা করে নেতৃত্ব প্রদান করেন জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোমেল পাল।

এ অভিযানে গাইবান্ধা থেকে রাজধানি ঢাকা সহ অন্যান্য জেলায় ছেড়ে যাওয়া মোটরযান সমূহের ফিটনেস পরীক্ষার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালিন সময়ে ফিটনেস বিহিন গাড়ি চালনোর অপরাধে সড়ক পরিবহন আইনে ১০ টি মামলা করেন। সেই সাথে সর্বমোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

একই অভিযোগে সেনা বাহিনির একটি টহল দলও অভিযান পরিচালনা করেন। এসময় তারা সরকারি ভাড়ার বিপরিতে অতিরিক্ত ভাড়া নেয়ার অপরাধে কয়েকটি পরিবহনে প্রাথমিক ভাবে সর্তকত করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.