বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাছের চাপায় প্রাণ গেল রহমত আলীর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবের  ইউনিয়নের  গাছের চাপায় রহমত আলী (৪৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে  এ দুর্ঘটনা ঘটে।

‎থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়ারপাড় কবরস্থানে কয়েকজন কাঠুরে একটি গাছ কাটছিল। এ সময় অর্ধেক কাটা গাছ হঠাৎ পাশের একটি সুপারির গাছের উপর ভর করে পড়ে যায়। এতে সুপারির গাছ ভেঙে পাশেই বসতঘরের বাইরে অবস্থান করা রহমত আলীর মাথায় পড়ে। হঠাৎ গাছের আঘাতে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি।

‎স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রহমত আলী মারা যান। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

‎স্থানীয়রা জানান, অসাবধানতাবশত কাঠুরেদের বেপরোয়া গাছ কাটা ও সঠিক নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম শোক ও ক্ষোভ বিরাজ করছে।

‎এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের করা অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

গাছের চাপায় প্রাণ গেল রহমত আলীর

প্রকাশের সময়: ০৭:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবের  ইউনিয়নের  গাছের চাপায় রহমত আলী (৪৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে  এ দুর্ঘটনা ঘটে।

‎থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়ারপাড় কবরস্থানে কয়েকজন কাঠুরে একটি গাছ কাটছিল। এ সময় অর্ধেক কাটা গাছ হঠাৎ পাশের একটি সুপারির গাছের উপর ভর করে পড়ে যায়। এতে সুপারির গাছ ভেঙে পাশেই বসতঘরের বাইরে অবস্থান করা রহমত আলীর মাথায় পড়ে। হঠাৎ গাছের আঘাতে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি।

‎স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রহমত আলী মারা যান। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

‎স্থানীয়রা জানান, অসাবধানতাবশত কাঠুরেদের বেপরোয়া গাছ কাটা ও সঠিক নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম শোক ও ক্ষোভ বিরাজ করছে।

‎এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের করা অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।