
গাইবান্ধায় ছাত্র ও যুব সমাবেশ আয়োজন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা যুব বিভাগ সোমবার (১ ডিসেম্বর) সকালে দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুব বিভাগের সভাপতি ফয়সাল কবির রানা। তিনি জানান, আগামী ৪ ডিসেম্বর গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে,জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ইউনিট সদস্য, সাবেক জেলা আমীর ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্যপ্রার্থী ডা. আব্দুর রহিম সরকার,কেন্দ্রীয় শূরা সদস্য, জেলা আমীর ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্যপ্রার্থী আব্দুল করিম,জেলা নায়েবে আমীর ও গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্যপ্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান,জেলা আমীর ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্যপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ,জেলা সাংগঠনিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্যপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশে প্রায় ১০ হাজার ছাত্র ও যুবকের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন ব্যস্ত এলাকায় স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন।
লিখিত বক্তব্যে ফয়সাল কবির রানা বলেন, “নতুন বাংলাদেশ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে। আগামীর বাংলাদেশ গঠনে যুবসমাজই প্রধান ভূমিকা পালন করবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান।
প্রেস বিজ্ঞপ্তিতে জেলা যুব বিভাগের বার্তা সম্পাদক নুরুন্নবী সরকার স্বাক্ষর করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.