গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হিরোইন, ইয়াবা ও ধারালো চাপাতি সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।গেল শুক্রবার নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামের একটি পরিত্যক্ত ঘরে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নির্দেশনায় এসআই নজরুল ইসলাম ও এএসআই হাবীবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। গোপন তথ্য ছিল—চিহ্নিত মাদক ব্যবসায়ীরা পরিত্যক্ত ওই ঘরে মাদক বিক্রির জন্য অবস্থান করছে।
অভিযানে মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে মেহেদী হাসান সবুজ সরকার (৩৮), মৃত কফিল উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (৩০) এবং হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়া পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে হুমায়ুন কবীর (২৮)—এই তিনজনকে হাতে-নাতে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪৭ পুরিয়া হিরোইন, ২৭ পিচ ইয়াবা, একটি ধারালো চাপাতি এবং মাদক বিক্রয়ের নগদ ৩,৭০০ টাকা জব্দ করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন,“আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.