
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের পূর্ব মন্দুয়ার টুনির চর—এই প্রত্যন্ত নদীবেষ্টিত জনপদে আবারও সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিবাদের সময়ের কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে রতন। এলাকায় তাকে ঘিরে এখন চলছে রাতভর জমজমাট জুয়ার আসর, আর তাতে নাস্তানাবুদ সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘাঘট নদীর পূর্বে অবস্থিত টুনির চরের প্রায় ১২০টি পরিবার দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার কারণে নানা অপরাধচক্রের কবলে পড়েছে।
সাদুল্লাপুর থেকে সরাসরি যাতায়াত না থাকায় চরের পূর্ব পাশ গাইবান্ধা সদর থানার আওতায় পড়লেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রতন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা ও জুয়ার আসর পরিচালনা করে আসছে।
অভিযোগ রয়েছে—ফ্যাসিবাদের আমলে কুপতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আবদুর রাজ্জাক, এবং বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমানের ছত্রছায়ায় থেকে রতন প্রশাসনকে ম্যানেজ করে অপরাধচক্রের কাঠামো শক্তিশালী করে। শুধু তাই নয়, তিনি কুখ্যাত ছিনতাইকারী ও ডাকাতি মামলার আসামি চোর শহীদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
মিঠাপুকুর থানার এক এসআই হত্যা মামলাতেও তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
পুলিশ কয়েক দফা তাকে গ্রেফতার করলেও কিছুদিন পরই বের হয়ে আবার একই কাজে জড়িয়ে পড়ে।
গত ৫ আগস্ট সরকার পতনের পর কিছুদিন থেমে থাকলেও গত কয়েক মাস ধরে রতন ফের সক্রিয় হয়ে ওঠে। স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয়–প্রশ্রয়ে এখন প্রতি রাতেই টুনির চরে চলে জুয়ার মহোৎসব।
পশ্চিমে নদীর পাড়ে মশিউরসহ ২ জন এবং পূর্বে গাইবান্ধা সদরের বাঁধের ওপর ফজল হক সহ ২ জন মিলে খেলোয়াড়দের রিসিভ করে ও পাহারার দায়িত্ব পালন করে।
গাইবান্ধা সদর, সাদুল্লাপুরসহ বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা এসে প্রতিরাতে লক্ষ লক্ষ টাকা জুয়া খেলে বলে স্থানীয়দের দাবি।
ফলে এলাকায় চুরি–ছিনতাইও বেড়ে গেছে, সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
রতনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে বলেন, “সব ম্যানেজ আছে, মাঝে মাঝে নিজেরাও খেলি।”
টুনির চরবাসী অভিযোগ করেন,“যুব সমাজ নষ্ট হচ্ছে, চুরি–ডাকাতি বাড়ছে, কিন্তু প্রশাসন নীরব। দ্রুত শক্ত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”
এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় দ্রুত অভিযান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.