‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একে এম হেদায়েতুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন শিরিন আক্তার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ড,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান,ডাক্তার রেজোয়ান আহম্মেদএছাড়াও বিভিন্ন এনজিওর কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কর্মসূচির অধীনে জেলার পাঁচজন শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন—মমতাজ বেগম, অর্থনৈতিক সাফল্য (দুর্গাপুর, গোবিন্দগঞ্জ),সাবিনা সরেন শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য (আদমপুর, গোবিন্দগঞ্জ),মজিদা বেগম সফল জননী (পাইকা, গোবিন্দগঞ্জ),শ্রীমতি মনিকা রানী, নির্যাতন জয়ী নারী (কাতলামারী, ফুলছড়ি),আঙ্গুলি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান (আমদির পাড়া, সাঘাটা)
বর্ণাঢ্য আয়োজনে দিনটি হয়ে ওঠে নারীর অধিকার, নিরাপত্তা ও অদম্য সফলতার এক অনুপ্রেরণাদায়ী সমাবেশ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.