গাইবান্ধায় এমপিওভুক্ত স্কুল– মাদ্রাসার কতজন শিক্ষক গোপনে সাংবাদিকতা বা আইন পেশায় জড়িত—তা জানতে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী উদ্যোগ নিয়েছে জেলা শিক্ষা অফিস। এ বিষয়ে জেলার ৭টি উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে জরুরি পত্র পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে নির্দেশ দেওয়া হয়—
উপজেলার আওতাধীন সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যেসব শিক্ষক-কর্মচারী সাংবাদিকতা অথবা আইন পেশায় যুক্ত আছেন, তাঁদের বিস্তারিত তথ্য আগামী ১৪ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে জেলা শিক্ষা অফিসে জমা দিতে হবে।
জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান জানান—
সরকার প্রণীত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫ অনুযায়ী কোনো শিক্ষক-কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সাংবাদিকতা, আইন পেশা বা অন্য কোনো আর্থিক লাভজনক কাজে যুক্ত থাকতে পারবেন না। এ নিয়ম বাস্তবায়নের অংশ হিসেবেই জেলা পর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এই পত্র ছড়িয়ে পড়তেই গাইবান্ধার শিক্ষা মহলে ব্যাপক আলোচনা–সমালোচনা এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.