
গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জসিম উদ্দীন মহোদয় আজ পলাশবাড়ী থানা আকস্মিকভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পলাশবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এরপর পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং ডিউটি ব্যবস্থা, রেজিস্টারপত্র, মামলা সংক্রান্ত নথিপত্র ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
এ সময় তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জনগণের সঙ্গে সদাচরণ বজায় রাখা এবং দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ার আলম খানসহ থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক 
















