
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকের সামনে থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।গেল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক কোমরপুর পলাশবাড়ী শাখার সামনে ককটেলগুলো পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে ব্যাংকের প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ চারটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি তাৎক্ষণিকভাবে গোবিন্দগঞ্জ থানায় জানানো হলে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে।
পরবর্তীতে র্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে পৌঁছায়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী চারটি অবিস্ফোরিত ককটেল নিরাপদে উদ্ধার করে নিয়ে যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “উদ্ধারকৃত চারটি বস্তু ককটেল। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো নিষ্ক্রিয় করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”
তিনি আরও জানান, ঘটনার পর থেকে এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ককটেলগুলো কে বা কারা কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.