
ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং জুলাই বিপ্লবের অকুতোভয় মহানায়ক শহীদ হাদীর নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বাদ জুম্মা জেলা শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত মিছিলে রাজপথ স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে যেখানে আন্দোলনকারীরা ভারতীয় হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা বলেন জুলাই বিপ্লবের প্রাণপুরুষ হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত বাংলার ছাত্র-সমাজ ঘরে ফিরবে না বরং এই লড়াইকে আরও বেগবান করা হবে। মিছিলে অংশগ্রহণকারীরা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও বিশেষ ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন কোনো অপশক্তি বা বিদেশি মদদপুষ্টরা এই বিপ্লবের অর্জনকে নসাৎ করতে পারবে না এবং শহীদদের রক্তের প্রতিটি ফোঁটার হিসাব বুঝিয়ে না নেওয়া পর্যন্ত এই প্রতিবাদী গণজোয়ার অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.