গাইবান্ধায় শিক্ষার্থীদের ক্ষোভ এবার রাজপথে বিস্ফোরিত।
৮ দফা দাবি আদায়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নেমে আসে সড়কে। মুহূর্তেই অচল হয়ে পড়ে গাইবান্ধা–সাঘাটা আঞ্চলিক মহাসড়ক।
সোমবার সকাল থেকেই এটিআই-এর প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়।
প্ল্যাকার্ড, ফেস্টুন আর স্লোগানে কেঁপে ওঠে রাজপথ—
“বৈষম্য মানি না, দাবি আদায় চাই”,
“কথা নয়, কাজ চাই”।
অবরোধের কারণে দুই পাশে আটকে পড়ে শত শত যানবাহন।দূরপাল্লার বাস, অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক—সবই থমকে যায়।চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা।
অনেকেই ক্ষোভ প্রকাশ করলেও শিক্ষার্থীরা জানিয়ে দেন-“আমাদের ভবিষ্যৎ আটকে আছে, তাই সড়কও আটকে থাকবে।”
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রশাসন। শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা হলেও তারা অনড় অবস্থানে থাকেন।
শেষ পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে ক্যাম্পাসের ভেতরে নিয়ে আলোচনা শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ—
দীর্ঘদিন ধরেই কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা ব্যবস্থায় বৈষম্যের শিকার।
চাকরি, উচ্চশিক্ষা ও মর্যাদার প্রশ্নে বারবার তারা উপেক্ষিত।৯ মাস ধরে আন্দোলন চললেও এখনো দৃশ্যমান
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.