
আগামীকাল অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতির চেষ্টাকারী একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (আজ) দুপুরে নগরীর পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।
রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তী দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পরীক্ষাকে ঘিরে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবৈধ সুবিধা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ আগে থেকেই নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়, যা পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহারের প্রস্তুতি ছিল বলে ধারণা করছে পুলিশ।
ডিসি সনাতন চক্রবর্তী আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন— পরীক্ষার্থীদের কাছে ডিজিটাল ডিভাইস সরবরাহের উদ্দেশ্যেই তারা ওই এলাকায় অবস্থান করছিলেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুরো জালিয়াতি চক্র শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।
নিজস্ব প্রতিবেদক 













