
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা (এমসিকিউ) শান্তিপূর্ণভাবে শেষ হলেও গাইবান্ধা জেলায় ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায়ের অভিযোগে নারীসহ ৪৯ জন পরীক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তিন পার্বত্য জেলা ছাড়া দেশের বাকি সব জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রায় ১০ লাখ ৮০ হাজার চাকরিপ্রার্থী।
পরীক্ষা চলাকালে গাইবান্ধা জেলার বিভিন্ন কেন্দ্র থেকে আটক পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ার ডিভাইসসহ নানা ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, এসব ডিভাইস ব্যবহার করে তারা অনিয়মের চেষ্টা করছিলেন।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, গাইবান্ধা জেলায় মোট ৪৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৪টি কেন্দ্র থেকে ৫১ জন পরীক্ষার্থী আটক হন। সবচেয়ে বেশি ১১ জন পরীক্ষার্থী আটক করা হয় গাইবান্ধা সদর উপজেলার কুপতলা আবদুল কাইয়ূম হাইস্কুল কেন্দ্র থেকে।
গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্মণ কুমার দাশ জানান, “সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে ২৪টি কেন্দ্র থেকে ৫১ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক তালিকায় নারী পরীক্ষার্থীও রয়েছেন।”
উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালের ৮ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় গাইবান্ধায় জালিয়াতির অভিযোগে পরীক্ষার্থী ও বহিরাগতসহ ৩৮ জনকে আটক করেছিল র্যাব।
এদিকে, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন আগেই কঠোর ব্যবস্থা গ্রহণ করে। জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত আদেশে প্রতিটি কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়।
আদেশ অনুযায়ী, দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রের আশপাশে সভা-সমাবেশ, মিছিল ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ ছিল।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.