ভালোবাসা যে কোনো সীমানা মানে না—তারই জীবন্ত উদাহরণ লক্ষ্মীপুরের আলিফুল ইসলাম রাসেল ও ফ্রান্সের তরুণী সিনথিয়া ইসলাম। হাজার মাইল দূরের দুই ভিন্ন সংস্কৃতির মানুষের পরিচয়, বন্ধুত্ব ও প্রেম শেষ পর্যন্ত গড়িয়েছে সুখের সংসারে।
২০১১ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে লক্ষ্মীপুরের বাসিন্দা আরিফুল ইসলাম রাসেল ইংল্যান্ডে পাড়ি জমান। পরবর্তীতে ২০১৩ সালে পড়াশোনার ধারাবাহিকতায় তিনি ফ্রান্সে চলে যান। সেখানেই শিক্ষাজীবনের সূত্রে তার পরিচয় হয় ফরাসি তরুণী সিনথিয়ার সঙ্গে। ধীরে ধীরে বন্ধুত্ব থেকে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক।
দুই পরিবারের সম্মতিতে ২০১৭ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। একই বছর সিনথিয়া খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল ‘অম’। বর্তমানে তাদের সংসারে রয়েছে দুই সন্তান—ছয় বছর বয়সী মেয়ে আমেনা ইসলাম এবং চার বছর বয়সী ছেলে আলিফ ইসলাম।
সম্প্রতি স্বামী ও সন্তানদের সঙ্গে ফ্রান্স থেকে লক্ষ্মীপুরে শ্বশুরবাড়িতে আসেন সিনথিয়া। সদর উপজেলার রাজিবপুর এলাকার সমসের উদ্দিন খলিফা বাড়িতে অবস্থানকালে তিনি সহজ-সরল গ্রামীণ জীবনের সঙ্গে দ্রুতই একাত্ম হয়ে ওঠেন। কখনো মেঠোপথে হাঁটা, কখনো হাওয়াই মিঠাই খাওয়া, আবার কখনো স্থানীয় মানুষের সঙ্গে গল্পে মেতে ওঠা—সবকিছুতেই যেন মিশে গেছেন তিনি।
বিদেশি হয়েও গ্রামের মানুষের আন্তরিকতা ও স্বাভাবিক জীবনযাত্রায় মুগ্ধ সিনথিয়া। স্বামী রাসেলের সঙ্গে মেঘনা নদীর পাড়, লক্ষ্মীপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্রসহ দেশের নানা দর্শনীয় স্থান ঘুরে দেখছেন তারা। সম্প্রতি পরিবারসহ কক্সবাজার সমুদ্র সৈকতও ঘুরে এসেছেন।
ভ্রমণ ও গ্রামীণ জীবনের এসব আনন্দঘন মুহূর্ত তারা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন, যা ইতোমধ্যে স্থানীয়দের মাঝে কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে। ভালোবাসা, সংস্কৃতি আর মানবিক বন্ধনের এক অনন্য গল্প হয়ে উঠেছে এই ফরাসি-বাংলা পরিবার।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.