
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি আত্মসাতের উদ্দেশ্যে নিজ বাবা-মায়ের ওপর পরিকল্পিত ও নৃশংস হামলার অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে থানায় এজাহার দায়ের করেছেন বৃদ্ধ মাহাবুব ইসলাম (৭২)।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মহদীপুর ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতি,ছেলে হাসানুর রহমান ও তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং আওয়ামীলিগ নেত্রী উম্মে মাহাবুবা সোমা বৃদ্ধ বাবা-মাকে মানসিকভাবে নির্যাতন করে আসছিল। নির্যাতনের কারণে বাবা মাহাবুব ইসলাম একাধিকবার ব্রেন স্ট্রোক করেন। সেই সুযোগে অভিযুক্তরা কৌশলে প্রায় ৬ বিঘা আবাদি জমি, ৩ বিঘা পুকুর ও ১৮ শতক বসতভিটা নিজের নামে দলিল করে নেয়।

লিখে নেয়া সেই জমির বিষয়ে জানতে চাইলে বৃদ্ধ দম্পতিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়া হয়। পরে স্থানীয় সালিশে একাধিকবার বাড়িতে উঠলেও শত্রুতা যেন চরমে পৌঁছায়।
গেল ৭ জানুয়ারি ২০২৬ বিকাল সাড়ে ৩টার দিকে পরিকল্পিত হত্যাচেষ্টায় লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে অভিযুক্তরা দলবদ্ধভাবে বসতবাড়িতে হামলা চালায়। ঘরবাড়ি ভাঙচুর করে প্রায় ৮৫ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়।

অভিযোগ অনুযায়ী, পুত্রবধূ উম্মে মাহাবুবা সোমা বৃদ্ধা হাছনা বেগমকে চুল ধরে মাটিতে ফেলে লাথি-ঘুষি মারেন এবং গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন। একই সময় হাসানুর রহমান তার বৃদ্ধ বাবাকে বেধড়ক মারধর করেন। এমনকি অন্ডকোষ চেপে ধরে হত্যার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
টাকা ও আসবাবপত্র লুট হামলার একপর্যায়ে শয়নকক্ষ থেকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, ফ্রিজ, আলমারি, ট্রাংক, খাটসহ প্রায় ২ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় অভিযুক্তরা।
লুট হওয়া সেই সব জিনিস পত্র স্থানীয়রা উদ্ধার করলে অভিযুক্তরা পুনরায় মারধর, হাত-পা ভেঙে দেওয়া ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে ঘরে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে ।
এছাড়াও জানাগেছে এই হাসানুর রহমান বিগত সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী নাসিম সাহেবের আত্নীয়তার সুবাদে অবৈধ ভাবে নানা সুযোগ সুবিধা গ্রহন করেছে। শুধু তাই নয় পলাশবাড়ি উপজেলার মহদীপুর ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আত্নীয়তার সুবাদে প্রতিবন্ধী স্কুলের নামে টাকা আত্নসাৎ সহ চাকরি দেয়ার নামে অনেকের টাকা আত্নসাৎ করেছে এই হাসানুর রহমান।
প্রধান আসামী হাসানুরে সাথে তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যাবার পাশাপাশি যাতে কোন প্রকার সংবাদ প্রকাশ করা না হয় সেটি বলেই ফোন কেটে দেন।

এসব সকল অপকর্মের সহযোগি তার স্ত্রী সাঁতার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা আওয়ামীলীগ নেত্রী উম্মে মাহবুবা খানম সোমা। তিনি বিগত সরকারের আমলে আওয়ামী প্রভাব খাটিয়ে নিজ কর্মস্থল সাতার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে সরকারি চাল মজুদ করা সহ এমন নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন বলেও জানিয়েছেন নাম প্রকাশ না করা একাধিক এলাকাবসী।
ফ্যাসিস্ট দোসর, সন্ত্রাসী,প্রতারক, ভুমি দস্যু স্বামী- স্ত্রী কে দ্রুত আইনের আওতায় আনার দাবী করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম খানের সাথে কথা বললে তিনি জানান, অতিদ্রুত আসামী দ্বয়কে আমরা আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রেখেছি।
এই প্রতারক দম্পতির লোমহর্ষক আরো তথ্য জানতে চোখ রাখুন আগামী পর্বে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.