শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুনরায় সংসার করার প্রস্তাবে জেল থেকে বেরিয়ে বাদীকে আদালতে ডেকে নিয়ে মারধর করল আসামী তুষার

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অভিযুক্ত এবং হাইকোর্ট থেকে আগাম জামিনপ্রাপ্ত যুবক তুষারের বিরুদ্ধে আদালত চত্বরে বাদীকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গাইবান্ধা আদালত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী নারী মোছাঃ আজেনা বেগম (২৫) গাইবান্ধা সদর থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, তিনি এর আগে মোঃ তুষার আকন্দ (২৭)-এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ) ধারায় গাইবান্ধা সদর থানার মামলা নং–০৮, তারিখ ০৬ নভেম্বর ২০২৫ দায়ের করেন। মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগে বলা হয়, মামলাটি চলমান থাকা অবস্থায় অভিযুক্ত তুষার আকন্দ বাদীর সঙ্গে সংসার করার প্রস্তাব দেন।সেই প্রস্তাবের বিষয়ে কথা বলার কথা বলে গত ১১ জানুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ১টার দিকে গাইবান্ধা জজ কোর্ট চত্বরে বাদীকে ডেকে নেন তিনি।

বাদীর ভাষ্য অনুযায়ী, আদালতের গেটের ভেতরে সাক্ষাতের পর অভিযুক্ত তাকে নিরিবিলি স্থানে নিয়ে যাওয়ার কথা বলে জোরপূর্বক একটি অটোরিকশায় উঠান এবং ডাকবাংলা মোড়ের দিকে নিয়ে যান। একপর্যায়ে অপরিচিত স্থানে নেওয়ার চেষ্টা করলে বাদী সন্দেহবশত অটোরিকশা থেকে নামতে চাইলে অভিযুক্ত তাকে কিল-ঘুষি ও লাথি মেরে রাস্তায় ফেলে দেন।

এতে বাদীর বাম পায়ে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ঘটনার পর অভিযুক্ত তাকে খুন ও গুরুতর জখমের হুমকি দিয়ে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহত অবস্থায় বাদী গাইবান্ধা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় তিনি সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দিতে না পারলেও সুস্থ হয়ে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে অভিযোগে মোছাঃ আনোয়ারা বেগম (৪০), মোঃ সজীব মিয়া (২০) ও মোঃ হাবিবুর রহমান (৪০)-সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত মোঃ তুষার আকন্দ সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন আগাম জামিন পেয়েছেন। ওই আদেশে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশনা ছিল।

তবে ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, আগাম জামিনের সুযোগকে ব্যবহার করে তিনি বাদীর ওপর ভয়ভীতি, হুমকি ও শারীরিক নির্যাতনে জড়িয়ে পড়েছেন, যা বিচারপ্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার এক কর্মকর্তা জানান, “লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নারী নিরাপত্তা, আদালত চত্বরের নিরাপত্তা এবং আগাম জামিনের অপব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে স্থানীয় সচেতন মহলে।

জনপ্রিয়

পুনরায় সংসার করার প্রস্তাবে জেল থেকে বেরিয়ে বাদীকে আদালতে ডেকে নিয়ে মারধর করল আসামী তুষার

error: Content is protected !!

পুনরায় সংসার করার প্রস্তাবে জেল থেকে বেরিয়ে বাদীকে আদালতে ডেকে নিয়ে মারধর করল আসামী তুষার

প্রকাশের সময়: ১২:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অভিযুক্ত এবং হাইকোর্ট থেকে আগাম জামিনপ্রাপ্ত যুবক তুষারের বিরুদ্ধে আদালত চত্বরে বাদীকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গাইবান্ধা আদালত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী নারী মোছাঃ আজেনা বেগম (২৫) গাইবান্ধা সদর থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, তিনি এর আগে মোঃ তুষার আকন্দ (২৭)-এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ) ধারায় গাইবান্ধা সদর থানার মামলা নং–০৮, তারিখ ০৬ নভেম্বর ২০২৫ দায়ের করেন। মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগে বলা হয়, মামলাটি চলমান থাকা অবস্থায় অভিযুক্ত তুষার আকন্দ বাদীর সঙ্গে সংসার করার প্রস্তাব দেন।সেই প্রস্তাবের বিষয়ে কথা বলার কথা বলে গত ১১ জানুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ১টার দিকে গাইবান্ধা জজ কোর্ট চত্বরে বাদীকে ডেকে নেন তিনি।

বাদীর ভাষ্য অনুযায়ী, আদালতের গেটের ভেতরে সাক্ষাতের পর অভিযুক্ত তাকে নিরিবিলি স্থানে নিয়ে যাওয়ার কথা বলে জোরপূর্বক একটি অটোরিকশায় উঠান এবং ডাকবাংলা মোড়ের দিকে নিয়ে যান। একপর্যায়ে অপরিচিত স্থানে নেওয়ার চেষ্টা করলে বাদী সন্দেহবশত অটোরিকশা থেকে নামতে চাইলে অভিযুক্ত তাকে কিল-ঘুষি ও লাথি মেরে রাস্তায় ফেলে দেন।

এতে বাদীর বাম পায়ে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ঘটনার পর অভিযুক্ত তাকে খুন ও গুরুতর জখমের হুমকি দিয়ে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহত অবস্থায় বাদী গাইবান্ধা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় তিনি সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দিতে না পারলেও সুস্থ হয়ে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে অভিযোগে মোছাঃ আনোয়ারা বেগম (৪০), মোঃ সজীব মিয়া (২০) ও মোঃ হাবিবুর রহমান (৪০)-সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত মোঃ তুষার আকন্দ সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন আগাম জামিন পেয়েছেন। ওই আদেশে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশনা ছিল।

তবে ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, আগাম জামিনের সুযোগকে ব্যবহার করে তিনি বাদীর ওপর ভয়ভীতি, হুমকি ও শারীরিক নির্যাতনে জড়িয়ে পড়েছেন, যা বিচারপ্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার এক কর্মকর্তা জানান, “লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নারী নিরাপত্তা, আদালত চত্বরের নিরাপত্তা এবং আগাম জামিনের অপব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে স্থানীয় সচেতন মহলে।