
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে গোবিন্দগঞ্জের মহাসেন আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।
জানা যায়, আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশনের পাশে এ দুর্টঘনা ঘটে।মহাসেন আলী গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িভিটা ক্রোড়লগাছা গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে, শনিবার সকালে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় স্টেশন থেকে অল্প দূরে রেললাইন পারাপারের সময় মহাসেন ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃ ত্যু ঘটে।
নিজস্ব প্রতিবেদক 

















