
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শরিয়তপুর সখিপুর থানা ছাত্রলীগ সভাপতিকে আটক করতে গিয়ে শারীরিক ভাবে আহত হয়েছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন।
গেল শনিবার বিকেলে সখিপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল সরদারকে আটক করতে গিয়ে তাঁর ধাক্কায় আহত হয়েছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন।
এসময় তার বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়। পরে ছাত্রলীগ নেতা সোমেল পালিয়ে যান। সোমেলকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শফিকুজ্জামান অপু বলেন, তাঁর বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা রোগীকে চিকিৎসা প্রদান করেছি।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহত নাজিম উদ্দিন বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সহিংসতা রোধে অস্ত্র উদ্ধার, খোলা পেট্রোল বিক্রি না করা সহ বিভিন্ন বিষয়ে সতর্ক করতে সখিপুর বাজারে যাই। সেখানে থাকা অবস্থায় সংবাদ পেলাম সখিপুর থানা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল সরদার বাজারে আছে। সেখানে তাকে আটক করতে গিয়ে তাঁর নাম ও দলীয় পদের কথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তিনি আমাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালায়। এসময় আমি ছিটকে পড়ে গিয়ে আঘাত পাই। তাঁর জ্যাকেটে আমার নখ লেগে নখটি ক্ষতিগ্রস্ত হয়।
শরীয়তপুরের ভেদরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য শেখর পাল বলেন, বিষয়টি আমি শুনেছি। আমাদের ওসি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমরা দুষ্কৃতকারীকে আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.