
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বাবা ও মা কে নির্যাতন করে সম্পত্তি লিখে নিয়ে অমানুষিক নির্যাতন করে বসতবাড়ী হতে বের করে দেয়া আওয়ামী দম্পতির নামে মামলা দায়ের হবার দশ দিন পেরিয়ে গেলেও প্রশাসনের নিরবতায় প্রশ্ন উঠেছে।
এদিকে মামলা দায়ের পর হতে আরো বেপরোয়া হয়ে উঠেছেন অভিযুক্ত পুত্র হাসানুর রহমান ও পুত্রবধূ উম্মে মাহাবুবা সোমা।
গত ৮ জানুয়ারী পলাশবাড়ী থানার মামলা নং ৪ তারিখ ৮-০১-২০২৬ইং মামলাটি দায়ের করার পরেও অদৃশ্য কারণে প্রকাশ্যে ঘুরছেন অভিযুক্ত আসামী পুত্র ও পুত্র বধূ। এছাড়াও দায়েরকৃত মামলা আপোষ মিমাংসা করতে বিভিন্ন ভাবে বৃদ্ধ বাবা ও মাকে চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করছেন।
স্থানীয় ও ভুক্তভোগী পিতা মাতার দাবীর প্রেক্ষিতে গত ৭ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর সরেজমিন হস্তক্ষেপে নিজ বসতবাড়ীতে বসবাস করেন ভুক্তভোগী পিতা মাতা। মামলা দায়ের পর এদিকে পুত্র ও পুত্রবধূর ভয়ে ভুক্তভোগী পিতা মাতা নিজ বসতবাড়ী হতে বর্তমানে কন্যার বসত বাড়ীতে যেতে বাধ্য হয়। পুর্ণরায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর নির্দেশে ১৮ জানুয়ারি রবিবার বিকাল হতে নিজ বসতবাড়ী বসবাস শুরু করেছেন ভুক্তভোগী বৃদ্ধ পিতা মাতা। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবী জানিয়েছেন, এবং তাদের উপর করা অমানুষিক নির্যাতনের বিচার দাবী করেছেন।
এদিকে মামলা দায়ের পর হতে বাবা মা কে নির্যাতন কারি অভিযুক্ত পুত্র ও পুত্রবধূ প্রকাশ্যে ঘোড়া ফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার না করায় সচেতন মহলের মাঝে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
উক্ত মামলার অভিযুক্তদের গ্রেফতার না করার বিষয়ে জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খান জানান,মামলার অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি পলাশবাড়ী থানায় পুত্র হাসানের রহমান ও পুত্রবধূ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা উম্মে মাহাবুবা সোমা (৪২) বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী পিতা মোঃ মাহাবুব ইসলাম (৭২)। তিনি পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামের মৃত আজিম সরকারের পুত্র এবং পলাশবাড়ি উপজেলার মহদীপুর ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতি।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.