
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামে পিতা মাতার নিকট সম্পত্তি লিখে নিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করে নিজ বসতবাড়ী হতে বের করে দেওয়ার চেষ্টাকারি একমাত্র কুলাংঙ্গার পুত্র হাসানুর রহমান (৪৮) কে অবশেষে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত হাসানুর রহমান (৪৮) পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামের মাহবুব ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী পিতা মাহবুব ইসলাম বাদী হয়ে পুত্র ও পুত্রবদূর বিরুদ্ধে মামলা দায়ের করে। ২০ জানুয়ারি মঙ্গলবার সকালে চাপ প্রয়োগ করে দায়েরকৃত মামলার আপোষনামায় স্বাক্ষর গ্রহনের করতে গেলে খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঝালিঙ্গী গ্রামের নিজ বসতবাড়ী হতে অভিযুক্ত হাসানুর রহমান কে গ্রেফতার করে।
এ বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ সরোয়ারের আলম খান।
নিজস্ব প্রতিবেদক 

















