বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতীক বরাদ্দ শেষ,গাইবান্ধায় ভোটের লড়াইয়ে নামছেন ৪০ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের বৈধ মনোনীত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

আজ বুধবার(২১ জানুয়ারি ২০২৬) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোষিত সময়সূচি অনুযায়ী গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে পর্যায়ক্রমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ কার্যক্রমে সংশ্লিষ্ট আসনের প্রার্থী অথবা তাদের অনুমোদিত প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজ নিজ প্রতীক গ্রহণ করেন।

নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে শান্তিপূর্ণ পরিবেশে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কর্মকর্তারা জানান, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার মাঠ উন্মুক্ত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

সব মিলিয়ে গাইবান্ধা জেলার পাঁচটি আসনে মোট ৪০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩২ জন দলীয় প্রার্থী এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকায় একজন মার্কসবাদী প্রার্থী এবং একজন নারী স্বতন্ত্র প্রার্থীও অন্তর্ভুক্ত থাকায় এবারের নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়

প্রতীক বরাদ্দ শেষ,গাইবান্ধায় ভোটের লড়াইয়ে নামছেন ৪০ প্রার্থী

error: Content is protected !!

প্রতীক বরাদ্দ শেষ,গাইবান্ধায় ভোটের লড়াইয়ে নামছেন ৪০ প্রার্থী

প্রকাশের সময়: ০২:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের বৈধ মনোনীত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

আজ বুধবার(২১ জানুয়ারি ২০২৬) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোষিত সময়সূচি অনুযায়ী গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে পর্যায়ক্রমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ কার্যক্রমে সংশ্লিষ্ট আসনের প্রার্থী অথবা তাদের অনুমোদিত প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজ নিজ প্রতীক গ্রহণ করেন।

নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে শান্তিপূর্ণ পরিবেশে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কর্মকর্তারা জানান, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার মাঠ উন্মুক্ত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

সব মিলিয়ে গাইবান্ধা জেলার পাঁচটি আসনে মোট ৪০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩২ জন দলীয় প্রার্থী এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকায় একজন মার্কসবাদী প্রার্থী এবং একজন নারী স্বতন্ত্র প্রার্থীও অন্তর্ভুক্ত থাকায় এবারের নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।