
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) গাইবান্ধা সফরে আসছেন। এ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়িতে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, জনসভায় প্রায় দুই লক্ষ মানুষের সমাগম হতে পারে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে গাইবান্ধা জেলা জামায়াত কার্যালয়ে নির্বাচনী জনসভা ও আমীরে জামায়াতের আগমন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমির, গাইবান্ধা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও গাইবান্ধা-০২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুল করিম, জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জহুরুল হক সরকার, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি মোঃ ফয়সাল কবির রানা, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ খায়রুল আমীন, গাইবান্ধা পৌরসভা কর্মপরিষদ সদস্য মাওলানা জোবায়ের আলী, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ ফেরদৌস সরকার রুম্মানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, আগামীকাল শুক্রবার সকাল ৯টায় পলাশবাড়ি এস. এম. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
এছাড়াও বক্তব্য রাখবেন—গাইবান্ধা জেলার সাবেক আমির ও গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা-০২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুল করিম, গাইবান্ধা-০৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করবেন গাইবান্ধা-০৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা নজরুল ইসলাম।
নেতৃবৃন্দ আরও জানান, জনসভাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শৃঙ্খলা রক্ষায় ৬০০ জনের বেশি স্বেচ্ছাসেবক কাজ করবেন। থাকবে নিরাপত্তা বেষ্টনি, মেটাল ডিটেক্টরসহ বিশেষ সিকিউরিটি টিম।
সংবাদ সম্মেলনের শেষ পর্বে নেতৃবৃন্দ অভিযোগ করেন, দাড়িয়াপুর এলাকায় তাদের নির্বাচনী পোস্টার ও পোস্টার টানানো খুঁটি উপড়ে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তারা নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নির্বাচনী মাঠে সকল প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, এরআগে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার কর্মী সম্মেলনে আসছিলেন শফিকুর রহমান।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.