শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় দুই বছর পর ধ্বংশ করা হলো ১২ ককটেল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইনশৃংখলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া অবিস্ফোরিত ১২ টি ককটেল নিস্ক্রীয় করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল (এ টি ইউ) এর দশ সদস্যের একটি টিম থানা চত্বরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ককটেলগুলো ধ্বংস করে।

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক,পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার ও এস আই সেলিম রেজাসহ পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানায়, গত বছরের ১৬ ডিসেম্বর রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক কোমরপুর শাখার সামনে থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

এর আগে ২০২৩ সালে ৮ টি ককটেল উদ্ধার করা হয়। এর পর উদ্ধার হওয়া মোট ১২ টি ককটেল থানায় সংরক্ষিত ছিল।গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উদ্ধার হওয়া ককটেলগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সফলভাবে ধ্বংস করা হয়েছে।

জনপ্রিয়

দহগ্রাম সীমান্তে উত্তেজনা: বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

error: Content is protected !!

গাইবান্ধায় দুই বছর পর ধ্বংশ করা হলো ১২ ককটেল

প্রকাশের সময়: ০৬:৩৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইনশৃংখলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া অবিস্ফোরিত ১২ টি ককটেল নিস্ক্রীয় করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল (এ টি ইউ) এর দশ সদস্যের একটি টিম থানা চত্বরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ককটেলগুলো ধ্বংস করে।

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক,পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার ও এস আই সেলিম রেজাসহ পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানায়, গত বছরের ১৬ ডিসেম্বর রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক কোমরপুর শাখার সামনে থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

এর আগে ২০২৩ সালে ৮ টি ককটেল উদ্ধার করা হয়। এর পর উদ্ধার হওয়া মোট ১২ টি ককটেল থানায় সংরক্ষিত ছিল।গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উদ্ধার হওয়া ককটেলগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সফলভাবে ধ্বংস করা হয়েছে।