
বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে দলটির প্রতিবাদ সমাবেশ স্থগিত করা হয়েছে পুলিশের অনুমতি না পাওয়ায়। আজ শনিবার ঢাকায় সমাবেশ হচ্ছে না বলে দলীয় সূত্রে জানা গেছে।
পূর্বঘোষণা অনুযায়ী শনিবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। এছাড়াও সারা দেশের জেলা ও মহানগরে শনিবার প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ জানান, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার দুপুর ২টায় প্রতিবাদ সমাবেশ করার অনুমতি চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের অনুমতি দেয়নি। আমরা নতুন করে রোববার সমাবেশের জন্য আবেদন করব।’
এ জন্য শনিবার দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও তিনি নিজেই ডিএমপিতে যাবেন বলেও জানান।
গত মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৩ নভেম্বর ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ সমাবেশ করা হবে।’