
সাংবাদিকতা ছেড়ে না দেওয়ায় স্ত্রীকে গুলি করে হত্যা করেছে এক স্বামী। সোমবার পাকিস্তানের লাহোরে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি’র।
খবরে বলা হয়েছে, ২৭ বছর বয়সী উরোজ ইকবাল নামে ওই পাকিস্তানি নারী সাংবাদিক দেশটির একটি উর্দু দৈনিকে সাংবাদিকতা করতেন।ঘটনায় দিন লাহোরে উরোজ ইকবাল যখন তার অফিসে প্রবেশ করছিলেন এ সময় তার স্বামী দিলওয়ার আলি তার মাথায় গুলি করে।
ইতিমধ্যে দিলওয়ার আলির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দিলওয়ার আলিও একটি দৈনিকে কাজ করেন বলে জানা গেছে।
উরোজ ইকবালের ভাই ইয়াসির ইকবাল বলেন, তার বোনের সঙ্গে দিলওয়ার আলির প্রেমের সম্পর্ক ছিল। ৭ মাস আগে তারা বিয়ে করে। কিন্তু বিয়ের পর পারিবারিক ইস্যু ও তার বোনের সাংবাদিকতা নিয়ে তাদের সম্পর্ক অনেক খারাপ হতে থাকে। এছাড়া তিনি জানান, তার বোন সাংবাদিকতা ছেড়ে না দেয়ায় তাকে তার স্বামী নির্যাতন করতো। এনিয়ে থানায় আলির বিরুদ্ধে অভিযোগও করা হয়। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
জানা যায়, উরোজ ইকবাল তার স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলে তার অফিস সংলগ্ন একটি কক্ষে বাস করতেন। তিনি ক্রাইম রিপোর্টার ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.