শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:২৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
  • ২৯২ বার পড়া হয়েছে

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়িয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

গত বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য তার মেয়াদ বাড়ান আদালত।

বিচারপতি আসিফ সায়েদ খোসার নেতৃত্বে তিন সদস্যের বিচারকের বেঞ্চ সংক্ষিপ্ত আদেশে ঘোষণা দেন, সরকারের অনুরোধে জেনারেল বাজওয়া আরও ছয় মাস সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাপ্রধানের মেয়াদকালীন বিষয়টি নিয়ে ছয় মাসের মধ্যে দেশটির সংসদ আইন প্রণয়ন করতে হবে।

পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল আনোয়ার আশ্বস্ত করেন, ফেডারেল সরকার এ বিষয়ে সংসদে আইন প্রণয়ন করবে।

আদালত এখন বিষয়টি সংসদে ছেড়ে দিয়েছেন বলে তিন সদস্যের বিচারকের বেঞ্চ যোগ করেন।

এদিন শুনানিতে আদালতের পক্ষ থেকে সংসদকে ছয় মাসের মধ্যে এ বিষয়ে একটি আইন তৈরি করতে নির্দেশ দেয়া হয়।

এতে বলা হয়, সংসদকে অবশ্যই ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে হবে। ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে না পারলে নিয়োগ অবৈধ।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট

প্রকাশের সময়: ১০:২৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়িয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

গত বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য তার মেয়াদ বাড়ান আদালত।

বিচারপতি আসিফ সায়েদ খোসার নেতৃত্বে তিন সদস্যের বিচারকের বেঞ্চ সংক্ষিপ্ত আদেশে ঘোষণা দেন, সরকারের অনুরোধে জেনারেল বাজওয়া আরও ছয় মাস সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাপ্রধানের মেয়াদকালীন বিষয়টি নিয়ে ছয় মাসের মধ্যে দেশটির সংসদ আইন প্রণয়ন করতে হবে।

পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল আনোয়ার আশ্বস্ত করেন, ফেডারেল সরকার এ বিষয়ে সংসদে আইন প্রণয়ন করবে।

আদালত এখন বিষয়টি সংসদে ছেড়ে দিয়েছেন বলে তিন সদস্যের বিচারকের বেঞ্চ যোগ করেন।

এদিন শুনানিতে আদালতের পক্ষ থেকে সংসদকে ছয় মাসের মধ্যে এ বিষয়ে একটি আইন তৈরি করতে নির্দেশ দেয়া হয়।

এতে বলা হয়, সংসদকে অবশ্যই ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে হবে। ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে না পারলে নিয়োগ অবৈধ।