নিজস্ব প্রতিবেদক: জুয়া , মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান হিসেবে গাইবান্ধা জেলা পুলিশ আজ ৫ ডিসেম্বর /১৯ বৃহস্পতিবার সাব ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিবির একটি চৌকস টিম গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সদরের পৌর এলাকার হরিনমারী গ্রামস্থ শিল্পি ভোজনালয় এর সামনে মাদক বিক্রয় কালে মাদক কারবারি শাহজাহান আলী (৫০) কে ৪ পুরিয়া হেরোইন সহ আটক করে।
গ্রেফতারকৃত মাদককারবারি শাহজাহান আলী (৫০) পৌর এলাকার জামালপুর গ্রামের অফিসেরহাট এলাকার মৃত শামছুল হকের ছেলে। সে একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়ে জেলহাজত বাস করে জামিনে বেড়িয়ে আবারো হিরোইন ইয়াবা ও প্যাথেডিন সহ নানা প্রকার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে ডিবি ওসি মোস্তাফিজুর রহমান জানান,গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পলাশবাড়ী থানার মামলা নং০৩ তারিখ ৫/১২/১৯, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিল ৮(ক)/৪১ দায়ের করা হয়।
Leave a Reply