আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

হিলি হানাদার মুক্ত দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য র‌্যালী, শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় সিপি রোডে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্বসম্মুখ সমরে’ গিয়ে শেষ হয়।

 

র‌্যালীতে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক নেতা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরে সম্মুখ সমর চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল আলম মন্ডল, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী প্রমূখ।

 

উল্লেখ্য,“ক্ষনিকের জন্য হলেও কাঁদিয়ে তোলে দিনাজপুরের হিলিবাসীকে”। পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতন, হত্যা যজ্ঞ আর সম্ভ্রম হানির ঘটনা। স্বরণ করিয়ে দেয় সেই ১৯৭১ সাল, ১১ ডিসেম্বরের ভয়াল দিনের কথা। আজকের এই দিনে “হিলি শক্র মুক্ত” হয়েছিলো।

গুনে গুনে স্বাধীনতার ৪৮ টি বছর পেরিয়ে গেলো। এই অঞ্চলের স্বাধীনতাকামী মানুষ সেদিন হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো চরম সাহসিকতায়। হানাদার বাহিনী থেমে থেমে মেতে উঠেছিল নির্মম হত্যাযজ্ঞে। আক্রমন চালিয়েছিলো নিরীহ হিলি সীমান্তবাসীর ওপর। প্রায় এক কিলোমিটার সুরঙ্গ করে সন্মুখ যুদ্ধে মেতেছিলো হানাদারেরা।

হিলির মুহাড়াপাড়া গ্রামে মিত্রবাহিনীর সাথে হয় প্রচন্ড সম্মুখ যুদ্ধ। সেই যুদ্ধে এখানে শহীদ হয়েছিলেন ৭ নং সেক্টরের ক্যাম্পেট আনোয়ারসহ ৩৪৫ জন মুক্তি সেনা। আহত হয়েছিলেন আরো ১৪শ জন। দু’দিনের তোড়ের মুখে পিছু হটতে বাধ্য হয়েছিলো পাক হানাদার বাহিনী। তাদের সাথে গা ঢাকা দিলো রাজাকার, আলবদর, আলসামস। আজকের এই দিনে আনন্দ উল্লাসে লাল সবুজের পাতাকা উড়িয়ে দিলো এলাকাবাসী।

 

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় মিত্র বাহিনীসহ সকল শহীদদের স্বরনে এখানে নির্মান করা হয়েছে স্মৃতিস্তভম্ভ “সন্মুখ সমর”।
প্রতিবছরের ন্যায় শহীদদের আত্মারপ্রতি শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...