
২০১৯ সালের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জামায়াতের সাবেক সংসদ মাওলানা আঃ আজিজ , রাজাকার কম্যান্ডার ওরফে ঘোড়ামারা আঃ আজিজের আর্শীবাদপুষ্ঠ,থানা ভাংচুর, চার পুলিশ হত্যা মামলা সহ একাধিক নাশকতামূলক ফৌজদারী মামলার চার্জশীটভুক্ত আসামী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা-ধীন শিবরাম আলহাজ্ব মোঃ হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের জামায়াতের সমর্থিত অধ্যক্ষ মোঃ গোলাম আজম খাঁ,র দায়-সারা গোছের শিক্ষার্থী বিহীন বিজয় দিবস উদযাপনের খবর পাওয়া গেছে। জানা গেছে ,স্কুল এন্ড কলেজ মিলে প্রায় ১২০০ শত শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্খীরও উপস্থিতির ব্যবস্থা করেন নাই। নোটিশও দেন নাই ,এমন কি শিক্ষার্থীদেরকে মহান বিজয় দিবসে অংশ গ্রহণের জন্য মাইকিংএর ব্যবস্থাও করেন নাই। আজকের শিক্ষার্থী আগামীদিনের ভবিষ্যত। এরাই ভবিষ্যতের দেশের কান্ডারী। দেশ পরিচালনা করে ,দেশের হাল ধরে এরাই দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে। তাই জাতীয় এবং আন্তর্জাতিক দিবস সমূহের ইতিহাস এদের সামনে তুলে ধরা ,দেশ প্রেমের প্রেরণায় এদেরকে উজ্জ্বীবিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের অবশ্যম্ভাবী দায়িত্ব ও কর্তব্য। আর এ লক্ষ্যেই এসব জাতীয় দিবস সমূহ পালন করে অতীতের ইতিহাস সমূহ ধারণ পূর্বক পুনরুজ্জীবিত হওয়ার চেষ্টা করা হয়। স্থানীয় সুধী মহলের মতে শিক্ষার্থীদেরকে এ থেকে বঞ্চিত করা এটা দেশ দ্রোহিতার শামিল। আর এ জামায়াতি অধ্যক্ষ তাই করেছে। জানা গেছে, ২০০৩ সালে জামায়াত-শিবিরের সমর্থনপুষ্ঠ সংসদ সদস্য মাওলানা আঃ আজিজের আর্শীবাদপুষ্ঠ এবং তার বড় ভাইয়ের আত্মীয় জামাতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম সাহেবের সুপারিশ বলে জামাতের রোকন সদস্য হওযার মত দ্রুত যোগ্যতা অর্জন করায় এবং একজন পরীক্ষিত সদস্য হওয়ায় তার কাম্য যোগ্যতা এবং অভিজ্ঞতা না থাকা সত্বেও তাকে নিয়োগ বিজ্ঞপ্তিতে বিধি-বহির্ভুত শর্ত সংযোজন করে গোপনে ব্যক্তিগত লোক দ্বারা চারখানা ব্যাংক ড্রাফ্ট করায়ে সেগুলোর দ্বারা সহযোগী প্রার্থী করে সাবেক জামায়াত সমর্থিত সংসদ মাওলানা আঃ আজিজ ০৪/০২/২০০৫ তারিখে পুলিশ ডেকে এনে ছাত্রাবাসের গেট বন্ধ করে অধ্যক্ষ পদে পরীক্ষা নিয়ে ০৫/০২/২০০৫ তারিখেই যোগদান করাযে নেন। অধ্যক্ষ মোঃ গোলাম আজম খাঁ জামায়াতের একজন পরীক্ষিত সদস্য ছিলেন। জামায়াতের প্রতিটি পরীক্ষায় অধ্যক্ষ মোঃ গোলাম আজম খাঁ একজন সফল সদস্য। তাদের পরীক্ষায় তিনি কৃতকার্যও হয়েছেন। উদাহরণ স্বরুপ প্রথম বার কমিটিতে তার আপন জেঠা শ্বশুর প্রতিষ্ঠাতা এবং দাতা সদস্য আঃ হক চৌধুরী জেলা পর্যায়ের আওয়ামী লীগের সদস্য হওয়ায় তাকেও নেওয়া যাবে না শর্ত দেওয়ায় জামায়াতিদের কথা মত তিনি তাকেও কমিটিতে নেন নি। পরবর্তীতে বহুদিন পর গভর্ণিং বডি গঠনের সময় জামায়াতিদের জামায়াত-বিএনপি কোরাম সদস্য হওয়ার পর তাকে সদস্য করে নেওয়া হয়েছিল। শুধু অধ্যক্ষ পদটির জন্য তিনি তার আপন আর এক জেঠা শ্বশুর আঃ কাদের চৌধুরী বিদ্যালয় কর্তৃক পরিচালিত তার মায়ের নামে নামীয় আলহাজ্ব কমিরন নেছা ছাত্রারাসের সভাপতির পদ থেকে সরানোর ব্যবস্থা করে তৎকালীন সময়ে মাসে যেখানে লক্ষ লক্ষ টাকা আয় হতো সেখানকার সর্বময় ক্ষমতা জামায়াতীদের হাতে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে জামায়াতের রোকন সদস্য মাওলানা বজলুর রহমানকে সভাপতি করেছিলেন প্রায় তাদের মেয়াদ কালীন সময় পর্যন্ত। জামায়াতের সদস্য থাকার জন্য তিনি সদা সর্বদা মাসিক এয়ানত দিতেন। শোনা গেছে,জাতীয় সংসদ সদস্য থাকাকালীন সময়ে জামায়াত সমর্থিত সাবেক সংসদ সদস্য মাওলানা আঃ আজিজের আমলে তৎকালীন মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী,আলী আহসান মুজাহিদ ও এটিএম আজহারুল ইসলাম সুন্দরগঞ্জ আঃ মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল সমাবেশে উপস্থিত হলে তারা অধ্যক্ষের মনোনীত লোক হওয়ায় তাদেরকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী দ্বারা ‘‘গার্ড অব অনার ” প্রদান করা ছাড়াও তিনি শুভেচ্ছা বক্তব্য প্রদানসহ মাওলানা মতিউর রহমান নিজামীর ঠিক ডান পাশের পিছনের চেয়ারেই জামায়াতের নেতা হিসেবে বসেছিলেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।