আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপিত।

দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং শান্তির বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন করেছেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় হিলির ছাতনি চারমাথা মোড়ে অবস্থিত প্রেরিত শিষ্য সাধু যোহনের জামতুলী গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন পাঁচবিবির পাথরঘাটা ক্যাথলিক মিশনের ফাদার জাকারিয়াস মার্ডী। উৎসব মুখর পরিবেশে চলে প্রার্থনা, এতে খ্রিষ্টান সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহন করেন। এর আগে মঙ্গলবাণী পাঠের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধি, পাপমুক্তি, মঙ্গল ও করুনা কামনা করা হয়।

এদিকে বড়দিন উপলক্ষ্যে রঙ্গিন কাগজ ও ফুল দিয়ে জাকজমকপূর্নভাবে রঙ্গিন সাজে সাজানো হয়েছে গীর্জাকে। এছাড়াও কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চলের খ্রিস্ট্রান সম্প্রদায়ের লোকজন অংশ গ্রহন করেন।
ভক্সপপ:খ্রিস্টান ধর্মালম্বীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...