
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) মাহবুবুর রহমান এর বদলি জনিত কারনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদের অফিস কক্ষে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অল রশিদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁর বিদায়ী প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) মাহবুবুর রহমান।
এসময় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ প্রমূখ সহ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অল রশিদ বলেন, মূলত বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) মাহবুবুর রহমান বীর মুক্তিযোদ্ধার সন্তান হওয়ায় তাকে বদলি জনিত কারনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এছাড়া সে র্দীঘদিন যাবত নওগাঁয় কর্মরত ছিলেন। তিনি পদন্নোতি পাওয়ায় তাকে গনপূর্ত মন্ত্রনালয়ে বদলি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.