
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর রাণীনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জ্বের ধরে ইউনিয়ন ছাত্রলীগ নেতার বাড়িতে ভাংচুরসহ আগুন দিয়ে দুইটি মটরসাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার রাতে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার আমিরপুর গ্রামে।
ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম অভিযোগ করে বলেন, গত ২৯ ডিসেম্বর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি সহ দ্বন্দ্ব হয়। এ ঘটনার রেস ধরে ১ জানুয়ারি সন্ধ্যায় গ্রামের দোকানে সবুজ, এখলাছসহ কয়েকজনের সাথে আতিকুলের বাবা হেলাল উদ্দিনের সঙ্গে বিবাদ হয়। ওই রাতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা আতিকুলের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে। পরের দিন বিষয়টি নিয়ে মিমাংসার কথা হলেও বৃহস্পতিবার রাতে আতিকুলের শয়ন ঘরের জানালা দিয়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরে দেয়। এতে ওই ঘরের মধ্যে থাকা একটি এ্যাপাচি আর টিআর (১৬০সিসি) ও একটি ডিসকভার (১২৫ সিসি) মটরসাইকেল, সাউন্ডবক্স, ফ্যান, আতব ধান, সার, কীটনাশক স্প্রে মেশিনসহ প্রায় চার লক্ষ টাকার মালামাল পুরে যায়। এ ঘটনায় শুক্রবার রাতে আতিকুল ইসলাম বাদী হয়ে সবুজসহ কয়েক জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আতিকুলের মা আঞ্জুয়ারা বিবি দাবি করে জানান, ওই গ্রামের চিহ্নিত জেএমবি সদস্যরা আমার ছেলেকে পুড়িয়ে মারতে আগুন ধরে দেয়। ভাগ্যক্রমে ছেলে ওই রাতে শয়ন ঘরে না থাকায় প্রাণে বেঁচে যায়।এ ব্যাপারে অভিযুক্ত সবুজ মন্ডল জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জ্বের ধরে গ্রামের জেমস ও লিপসন নামে দু’জনকে ছুড়িকাঘা করে আতিকুল। এ বিষয় নিয়ে পরের দিন মিমাংসার জন্য বৈঠকে বসার কথা ছিল। সকালে ঘুম থেকে উঠে শুনি আতিকুলের বাড়িতে কে বা কাহারা আগুন দিয়েছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক জানান, এ ঘটনায় শুক্রবার রাতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.